মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে আঁটটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ত্রিশাল বাসস্টান্ডে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী আন্দোলন করেন। এই সময় মহাসড়কে চলমান শতশত বাস, প্রাইভেটকার,ট্রাকসহ বিভিন্ন পরিবহণ আটকে থাকে।
শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ত্রিশাল থানা পুলিশ মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। ত্রিশাল থানা পুলিশ ইনচার্জ জাকিউর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের নিশ্চিত করেন ঢাকায় কোটা বিরুধী আন্দোলনে গ্রেফতার হওয়া ৬৩ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে, এর পর আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফেরত যান।