৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে আমজাদ-প্রিতিয়া




ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে আমজাদ-প্রিতিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২৪, ১৫:০০ | 694 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের  শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মেহেরুন নাহার প্রিতিয়া মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২০ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মিলনায়তনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমিমুল ইহসান।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ রিদোয়ান মো. মারুফ, মো. মেহেদী হাসান সিদ্দিকী, মো. কামাল, মো. মোর্শেদ; যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাহিদ উদ্দীন  মোঃ রায়হান উদ্দীন, সামিনা তানজিনা, কাজী ফাহিম আকতার; সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, নাছিমুল হক, সাবরান চৌধুরী, মহিন উদ্দীন রাকিব, মো. আলি আজম, সাকিব বিন জাকির; অর্থ সম্পাদক মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী; উপ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদাউস; দপ্তর সম্পাদক ইফতেখার হোসেন; উপ-দপ্তর সম্পাদক তাছরিন জাহান স্বর্ণা; প্রচার সম্পাদক মেহেরুন নেছা রাত্রি; উপ-প্রচার সম্পাদক অনুশ্রী কর্মকার; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক মো. সাবের হোসেন
এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হাসান; সাংস্কৃতিক সম্পাদক রিফা তাসপিয়া; ক্রীড়া সম্পাদক ইমামুর রহমান জিসান; উপ-ক্রীড়া সম্পাদক জুলফিকার মাহমুদ মুন্না; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক সানজিদা সাবরিন; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম; কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস (মাহি), নাফিজা নাসরাত (পূর্ণা), আফসানা রহমান, সুমাইয়া সুলতানা, শিফাতুননুর নওরীন চৌধুরী, হুমায়রা জান্নাত মাহির ফয়সাল, কে এম তৌসিফুল হুদা, নাসির উদ্দীন ইমন মনোনীত হয়েছে।
ডুসাসের সদ্য সাবেক সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী  ও সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET