১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা খুলনায় নারী সাংবাদিককে হয়রানির অভিযোগ




তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা খুলনায় নারী সাংবাদিককে হয়রানির অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০১৮, ১৮:২৬ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফারুক আল শারাহ:
খুলনায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় নারী সাংবাদিক ইশরাত জাহান ইভাকে হয়রানির অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ‘খুলনার কণ্ঠ’ অনলাইন পত্রিকার প্রকাশক। মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে উৎকাচ দাবি, যথাযথ তদন্ত ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ করেছেন ইশরাত জাহান।
তিনি বলেন- এ ঘটনায় বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে। আর বিষয়টি ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে তদন্ত কর্মকর্তা খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। জানা যায়- ২০১৭ সালের ৫, ৭ ও ২৪ জানুয়ারি ‘খুলনার কণ্ঠ’ অনলাইন পোর্টালে তিন পর্বের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে খালিশপুর এলাকার মো. তকদির হোসেন বাবু খালিশপুর থানায় সাংবাদিক ইভার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। একই ঘটনায় ইভার বিরুদ্ধে মামলার ছয় মাস পর একই থানায় আরেকটি সাধারণ ডায়েরি করা হয়।
ইশরাত জাহান ইভা বলেন- মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম দেড় লাখ টাকা উৎকাচ দাবি করেন।
পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই আবুল হাসানকে। তিনি আমাদের অন্ধকারে রেখে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এমনকি আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়নি।
জানা যায়- গত ২৬ ডিসেম্বর খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে ইভার বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এরপর ৩০ ডিসেম্বর রাতে খুলনা রেঞ্জে বদলি হয় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসান।
উপ-পরিদর্শক আবুল হাসান জানান- নিয়ম মেনেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আর খুলনা

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET