দে ভেঙে দে শোষক শ্রেণি, অত্যাচারির হাত,
যে কেড়ে নেয় গরিব দুখির ঘাম ঝড়ানো ভাত।
গরম শিশায় ঝলসে দেরে ব্যাভিচারির চোখ
ভন্ড মুখে সেলাই করে,মন্দ কথা রোখ।
গা রে এবার গা রে তোরা শেকল ভাঙার গান,
আলসেমি নয় সবুজ সবল রাখরে অবদান।
প্রলয় ভয়াল আনরে এবার, কাটবে নিকষ কালো
জাগরে এবার জাগরে তোরা, থাকবি যদি ভালো।
Please follow and like us: