আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোননিত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর পক্ষে মনোনয়ন পএ সংগ্রহ করা হয়েছে। সোমবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সনজিত কর্মকারের নেতৃত্বে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ২য় বারের মতো মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর পক্ষে মনোনয়ন পএ সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি আনিস প্রধান সহ প্রমুখ। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পএ উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই ১লা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১৮ডিসেম্বর, প্রচারনা ৮ডিসেম্বর হতে ৫জানুয়ারী পর্যন্ত, ভোট গ্রহন আগামী ৭ই জানুয়ারী।
Please follow and like us: