“প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” আর্থিক সামাজিক নিরাপত্তার আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সমাজ সেবা অফিস কর্তৃক অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। বুধবার তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব এ কে এম মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তাড়াশ পৌরসভার মেয়র আঃ রাজ্জাক। উক্ত অনুষ্ঠানে নতুন ১৩০০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ নিয়ে তাড়াশ উপজেলায় মোট ৩৬১৭ জন অসচ্ছল প্রতিবন্ধী কে সরকারি সহায়তা আর্থিক সামাজিক নিরাপত্তার আওতায় আনা হলো।