
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। রোববার তাড়াশে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়াম চত্বরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে র্যালী, পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ সোহেল রানার সভাপতিত্বে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি। এসময়ে আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, পৌর মেয়র মোঃ আঃ রাজ্জাক, বারুহাস ইউ পি চেয়ারম্যান ময়নুল ইসলাম, মাধাইনগর ইউ পি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, মাগুরা বিনোদ ইউ পি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, ওসি তদন্ত নুরে আলম সিদ্দিকী প্রমুখ।