সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ জুন) বেলা ৩টার সময় তাড়াশ পৌর সদর এলাকার কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন কোহিত গ্রামের হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মোঃ রব্বেল আলীর নাতনী। এলাকাবাসী বলেন, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন দুই সহোদর বোন বাড়ির উঠানে খেলছিল। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুইবোন পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে নিজেদের পুকুরে নেমে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে বেলা ২টার সময় শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এলাকার লোকজন আরও বলেন, একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় আপন দুই সহোদর বোনকে উদ্ধার করেন। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তাড়াশ রায়গঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Please follow and like us: