সিরাজগঞ্জের তাড়াশে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম প্রমূখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এসময় উপস্থিত ছিলেন, ফিল্ডসুপার ভাইজার মোঃ আনিছুর রহমান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন মডেল কেয়ারটেকার মোঃ আব্দুল মাজিদ। সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম অংশগ্রহন করেন।