বিনোদন প্রতিবেদক:- লাক্স চ্যানেল আই সুপারস্টার অভিনেত্রী-মডেল তানিন তানহা। নাটক-সিনেমা, মিউজিক্যাল ফ্লিম থেকে শুরু করে উপস্থাপনা, সবখানে তানহার কাজের ছাপ। শোবিজ অঙ্গনের সব জায়গায় যেন নিজেকে পারদর্শি করে তুলতেই ব্যস্ত তিনি। চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। এবার প্রথমবারের মত মুখ পোড়ানোর চরিত্রে অভিনয় করলেন তানিন। মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামী’তে তাকে এমন চরিত্রে দেখা যাবে।
মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামী’ শিরোনামের গানটি লিখেছেন আরিফুল ইসলাম মামুন, টিউন করেছেন আরিফুল ইসলাম মামুন ও মাসুদ খান, গানটিতে কন্ঠ দিয়েছেন-নদী ও মাসুদ খান। মিউজিক করেছেন মুসফিক লিটু। মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন সাজিন খান। তানিন তানহা বলেন, এবারই প্রথম কাজ হলো নির্মাতা সাজিন খানের সাথে। তবে অনেক ঘুছিয়ে সুন্দর ভাবে কাজটি করার সবাই চেষ্টা করেছে। আশা করছি কাজটা সবার ভালো লাগবে। মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামী’ সম্পর্কে আলিফ বলেন-কাজটি করতে গিয়ে আমিও খুব এনজয় করেছি। গল্পটি অসাধারণ হয়েছে। কাজের মধ্যে একটা ভিন্নতা পেয়েছি। আশা করছি কাজটি সবাই উপভোগ করবেন। মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামীতে’ তানিন-আলিফ ছাড়াও অভিনয় করেছেন, দিলু মজুমদার, রেশমি, লিজা খানম, পাপনসহ আরো অনেকে।