
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কৃষি ফসলি জমিতে পুকুর খনন করে সেই মাটি দিয়ে জেলা পরিষদের উন্মুক্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দুরিয়া হাড়দহ বিলের রাস্তার ধার ঘেঁষে দাপটের সাথে জলাশয় ভরাট করছেন বগুড়া জেলখানার জেলার রফিকুল ইসলাম। শুধু উন্মুক্ত জলাশয় ভরাট না তার সামনে গভীর নলকুপের সামনে করছেন পুকুর খনন। তিনি এর আগেও নিয়মের তোয়াক্কা না করে কৃষি ফসলি জমিতে কেটেছেন পুকুর। এবার তিনি সরকারী আইন অমান্য করে উন্মুক্ত জলাশয় করছেন ভরাট । এতে করে জলাশয়টি ভরাট হলে ওই এলাকায় দেখা দিবে জলাবদ্ধতা । ফলে দ্রুত ব্যবস্থা না নিলে হাড়দহ গ্রামের জনসাধারন কে পড়তে হবে বিপাকে। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায় চান্দুড়িয়া ব্রিজ ঘাট পার হয়ে হাড়দহ বিলের পাকা রাস্তা ঘেঁষে উত্তর সাইডে জেলা পরিষদের বিশাল আয়তনের খাল ভরাট শুরু করেছেন জেলারের ভাই আ”লীগ নেতা কালিগঞ্জ বাজারে ফার্মেসি ব্যবসায়ি শফিকুল ইসলাম । তিনি জানান প্রশাসনের অনুমতি নিয়েই জলাশয় ভরাট করা হচ্ছে। জলাশয় ভরাটের জন্য চান্দুড়িয়া ব্রিজ ঘাটের পূর্ব দিকে রয়েছে বাঁধ । বাধের পূর্বে পাশে রয়েছে বিএমডিএর গভীর নলকূপ তার সামনে স্কিমের ড্রেন ভেঙ্গে মাটি কাটা ডেজার মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছে। খননকৃত উর্বর মাটি হেরোতে করে নিয়ে ভরাট করা হচ্ছে খাল । খননকৃত ভিজে মাটি দিয়ে খাল ভরাটের কারনে পাকা রাস্তায় ব্যাপক হারে পড়েছে ভিজে মাটি। একটু অসতর্ক ভাবে গাড়ি চালালে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা । সেখানে হাড়দহ গ্রামের কয়েকজন নারী গরু ছাগল কে রাস্তার ধারে ঘাস খাওয়াচ্ছিলেন । তাঁরা জানান পুরো হাড়দহ বিল পুকুর হয়ে পড়েছে ।যার কারনে গরু ছাগল পালন করা কষ্টকর হয়ে পড়েছে। প্রশাসনের সামনে সবকিছু হলেও রহস্যজনক কারনে সকলেই নিরব। সুত্রে জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর হুশিয়ারি কোন ভাবেই উন্মুক্ত খাল ও ফসলী জমিতে কোন কিছু করা যাবেনা। এমনকি করলে জেল জরিমানার কথাও বলা হয়েছে । কিন্তু একজন সরকারী কর্মকর্তা জেলার রফিকুল সেই আইন অমান্য করে দাপটের সাথে পুকুর খনন ও জেলা পরিষদের উন্মুক্ত খাল ভরাট করছেন । জেলার রফিকুল ইসলামের বাড়ি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাট মাসিন্দা গ্রামে । সে রিয়াজ মাষ্টারের পুত্র। তার ছোট ভাই শফিকুল ইসলাম কালিগঞ্জ বাজারে ফার্মেসির ব্যবসা করেন । তার ভায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান ভাই ঢাকায় ট্রিনিংয়ে আছে। তার সাথে কথা বলা যাবেনা। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃশওকাত আলী বলেন আমি ঢাকায় আছি যদি এমন ঘটনা ঘটে থাকে তানোরে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।