নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে গলাই দড়ি দিয়ে এক সন্তানের জননী গৃহবধু আত্মহত্যার ঘটনায় লাশ ময়না তদন্ত শেষে গতকাল শনিবার সন্ধ্যায় গৃহবধুর বাবার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। অপর দিকে আটক শ্বশুর-শ্বাশুড়ীকে গত শুক্রবার রাতে ছেড়ে দিয়ে আটক গৃহবধুর স্বামী রকিব উদ্দিনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার একতারপুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী (মানসিক রোগী) ১ বছরের ১ কন্যা সন্তানের জননী গৃহবধু লাবনী (২৮) স্বামীর বাড়ির বারান্দায় বাঁশের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার ও নিহতের স্বামী রকিব উদ্দিন (৩২) শ্বশুর নকিব উদ্দিন (৫৫) শ্বাশুড়ী গোলাপজান (৪৫) কে জিজ্ঞাবাদের জন্য আটক থানায় নিয়ে আসেন। গত ৬ বছর আগে পবা উপজেলার সাইদুর রহমানের কন্যা লাবনীর সাথে তানোর উপজেলার একতারপুর গ্রামের নকির উদ্দিনের পুত্র রকিব উদ্দিনের বিয়ে হয়। এ অবস্থায় গত ৩ মাস থেকে গৃহবধু লাবনী বুকের ধড়পড়ি ও মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না, স্বামীকে সন্দেহের কারণে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।