১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




তানোরে ফেন্সিডিল-বাইকসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০১৮, ২১:৩৯ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর তানোরে মটরসাইকেলে ভারতীয় নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়েছে। এসময় বহনকৃত মটরসাইকেল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তানোর টু আমনুরা রাস্তার তেলোপাড়া নামক স্থানে আটকের ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুলাল(২৮) সে পিয়ালীমাড়ী জগন্নাথপুর গ্রামের সাদেকুল ইসলামের পুত্র। এঘটনায় অপসঃ এন্ড ইন্টিলিজেন্টস সেল ৪ এপিবিএন বগুড়া শাখার এসআই আতাউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন । জানা গেছে এপিবিএন বগুড়া শাখার এসআই আতাউর রহমানসহ সঙ্গীয় ফোরস গোপন সংবাদের ভিত্তিতে তানোর টু আমনুর রাস্তার তেলোপাড়া নামক স্থানে অবস্থান নেন। দুই ঘন্টা অপেক্ষার পর মটরসাইকেলে বস্তা ভর্তি ফেন্সিডিল নিয়ে আসছিল বাবুলাল। তার বাইক আটকাতে বললে মটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে বাবুলাল। কিন্তু এলাকাবাসীর সহায়তায় তাড়িয়ে ধরে ফেলেন। তাকে ধরে বাইকের কাছে নিয়ে এসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উদ্ধার করে থানায় এসে এসআই আতাউর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন । বাবুলালের বহনকৃত ১১০ সিসির ওয়ালটন বাইক জব্দ করে থানায় রাখা হয় । যার রেজি নম্বর নবাবগঞ্জ –হ ১২-৫০৭৭। একাধিক প্রত্যাক্ষদর্শীরা জানান বস্তা ভর্তি ফেন্সিডিল পায় প্রশাসন। কিন্তু কিভাবে ৪০ বোতল হয় । নিম্মে হলেও কয়েক শ বোতল ফেন্সিডিল হবে। তাদের মধ্যে ভুত ঢুকে রয়েছে । আবার থানায় এনেও কিছু ফেন্সিডিল বিতরণ করা হয় বলে একাধিক সুত্র নিশ্চিত করেন । যদিও মামলার এজহারে বাইকের সাইড কভার থেকে উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে । অথচ সাইড কভারে ৪০ বোতল ফেন্সিডিল কোন ভাবেই থাকতে পারেনা । আটককৃত বাবুলাল জানান আমাকে ৪০ বোতলের কথা বলতে বলা হয়েছে এর বেশি কিছু বলতে চায়নি তিনি। মামলার বাদি এসআই আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের কিছু সংবাদ দাতা থাকে তাদের কে কিছু দিতে হয়। বস্তা ভর্তি ফেন্সিডিল কিভাবে ৪০ বোতল হয় এবং থানায় এসেও কিছু বিতরণ করা হয়েছে এমন প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়ে একই ধরনের উত্তর দেন । ওসি রেজাউল ইসলাম বলেন বাবুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET