নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর তানোরে এক সংখ্যালঘুর জায়গা জোর পূর্বক রাতের আধারে দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় সংখ্যালুঘু কালিদাস কর্মকার বাদি হয়ে শনিবার বিকালের দিকে পাচন্দর ইউপির সাবেক মেম্বার রফিককে প্রধান করে ৫জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । উপজেলার কৃষ্ণপুরগ্রামে ঘটে এমন ঘটনা । এঘটনায় উভয়ের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে । সেই সাথে সংখ্যালঘু কালিদাস বিবাদীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে । জানা গেছে উপজেলার পাচন্দর ইউপি এলাকার কৃষ্ণপুর মৌজার অন্তর্ভুক্ত ২৬ নং এসএ খতিয়ানে ৪০১ নং দাগে ১ একর ১০ শতাংশ ভিটে জমি রয়েছে ।ভিটে জমি বিগত ২০ বছর ধরে ভোগ দখল করে আসছেন কালিদাস কর্মকার । এঅবস্থায় চলতি মাসের ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কৃষ্ণপুর গ্রামের সাবেক মেম্বার প্রভাবশালী আলহাজ্ব ইমান আলীর পুত্র রফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলীর পুত্র শাহাদত কাউসার আলীর পুত্র নুরুল ইসলাম ও এনতাজ আলী সহ তাদের দল বল নিয়ে ওই জায়গায় টিন দিয়ে ঘর বাড়ী নির্মাণ শুরু করেন । এসময় অন্য মারফতে কালিদাস জানতে পেরে বাধা দিতে আসলে রফিক বাহিনী বেধড়ক পিটিয়ে তাড়িয়ে দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যান । অভিযোগ কারী কালিদাস কর্মকার বলেন বিগত ২০ বছর ধরে জায়গাটি দখল ভোগ করে আসছি। জায়গাটিতে মন্দির রয়েছে । কিন্তু প্রভাবশালী রফিক বাহিনী রাতের আধারে জায়গাটিতে ঘর বাড়ী নির্মাণ শুরু করলে আমি নিষেধ করামাত্রই আমাকে পিটিয়ে তাড়িয়ে দেয়। এমনকি আমি কোন ধরনের অভিযোগ করলে মেরে ফেলার হুমকি দেন । আমি সংখ্যালঘু আইনের আশ্রয়ে না গিয়ে তাদের সাথে মারামারি করতে পারব না । বাধ্য হয়েই থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগের কথা জানতে পেরে প্রাননাশের হুমকি দিতেই আছে। তবে অভিযুক্ত সাবেক মেম্বার রফিকুলের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি তিনি । থানার ওসি রেজাউল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।