২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




তানোরে ৩ ভুয়া পুলিশ আটক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২৩, ১৮:৫০ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর তানোরে তিনজন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলো: মোঃ রাকিব হোসেন (৩০), মোঃ তৌহিদুল ইসলাম (২৫), মোঃ মুন্না সরকার (২৩)। মো: রাকিব হোসেন রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের মোঃ আসাদুলের ছেলে। মোঃ তৌহিদুর ইসলাম এবং মোঃ মুন্না সরকার একই জেলা ও থানার আড়াদিঘীর মোঃ মোফাজ্জলের ছেলে এবং দেবীপুরের মোঃ মহসিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপরি (ডিএসবি) মোঃ” রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর থানাধীন মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোজাহারুল ইসলাম জানতে পারেন, কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট টাকা জোরপূর্বক টাকা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মোজাহারুল ইসলাম ওই গ্রামে অভিযান পরিচালনা করে তিজন ভুয়া পুলিশকে গ্রেফতার করে।
ভুয়া পুলিশ আইডি বহন করে পুলিশ পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক মোঃ রাকিব হোসেন মিনতি রাণীর নিকট হতে ১৩০০ টাকা এবং মোঃ তৌহিদুল ইসলাম শ্রীমতি রোমালীর নিকট হতে ১২০০ টাকা ছিনিয়ে নেয়। তা ছাড়া শ্রীমতি শেফালীর নিকট ১০,০০০ টাকা জোরপূর্বক আদায় করতে গেলে ওই স্থানের জনসাধারণের সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন অভিযুক্তদের দেহ তল্লাশি করে ২৫০০ টাকা, একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি সিএনজি জব্দ করে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET