
মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালা উপজেলায় ৮১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরন করা হয়েছে ।
সোমবার ১৬এপ্রিল সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লা। এসমায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সামছুল আলম।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
খরিব-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৮১০ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরন করা হয় ।
কৃষকদের ৫ জনের প্রতি গ্রুপে বীজ ২৫কেজি, ইউরিয়া ১শ কেজি, ডিএপি ৫০ কেজি, পটাশ ৫০কেজি দেওয়া হয়।