মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধি:- সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে তালা উপ-শহরে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান জেবুন্নেছা খানম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, পাটকেলঘাটা খাদ্য গুদামের ইনচার্জ সুশান্ত কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, মিল মালিক ইবাদুল ইসলাম, রবিউল ইসলাম এবং গাজী মিনাজ প্রমুখ।