মোঃ তাজমুল ইসলাম,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ- “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই শ্লোগান সামনে রেখে গতকাল রবিবার (২৫ মার্চ) সকালে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “জনসচেতনতাই দুর্নীতি প্রতিরোধের অন্যতম উপায়” উক্ত বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর পদ নন্দী। প্রতিযোগিতায় তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে এবং শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিপক্ষে অবস্থান নিয়ে তাদের যুক্তি তর্ক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা এবং সহযোগিতা করেন শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিনুর ইসলাম, শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ গুহ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ী হয় শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেরা বক্তা নির্বাচিত একই স্কুলের শিক্ষার্থী দলনেতা সামিয়া ইফ্ফাত।