মোঃ তাজমুল ইসলাম,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালায় ১৮ এপ্রিল বুধবার সকালে গোপালপুর গ্রামে খালের পানিতে ডুবে শুভশ্রী ভট্টাচার্য (৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুভশ্রী উপজেলার মাগুরা ইউনিয়নের বারুপাড়া গ্রাামের শংকর ভট্টাচার্য’র কন্যা।সে উপজেলার গোপালপুর গ্রামে দাদুর বাড়ি থাকতো।শুভশ্রীর দাদু তপন হালদার জানান, ছোট বেলা থেকে শুভশ্রী তাদের বাড়ি থাকতো। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথম শ্রেণিতে পড়াশুনা করতো।বুধবার সকাল ৮ টার দিকে স্কুলে যাওয়ার আগে তার সাথে স্নান করতে যায় শুভশ্রী। বাড়িতে ফিরে খুঁজে না পেয়ে ফের পুকুরে গিয়ে তাকে ভেসে থাকতে দেখে দ্রুত তালা হাসপাতালে আনা হয়। এ সময় ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করে। শিশু শুভশ্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনাচার্জ মো: হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।