
মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালায় সপ্তাহ পার না হতে আবারও খুলনা-পাইগাছা সড়কে দূর্ঘটনায় ঘটেছে । ৬ এপ্রিল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জাতপুর বাজারে তিনরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-জ-৪৭৯৯ ইজিবাইকের পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটানটি ঘটে। দূর্ঘটনায় আহত হয়েছে ৩ জন এরমধ্যে উপজেলার জালালপুর গ্রামের মৃত মনোরঞ্জন অধিকারীর ছেলে মৃত্যুঞ্জয় অধিকারী(৩৫) গুরুত্বর আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা হলেন, মলিনা অধিকারী(৫০), ইজিবাইক চালক রুহুল আমিন শেখ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এসময় বাস চালক গাড়ী ফেলে রেখে পালিয়ে গেছে। জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাসটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রুত গতির যাত্রীবাহী বাস জাতপুর বাজারে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক সামনে ব্যাটারী ভ্যানে ধাক্কা খেয়ে চ্যাপ্টি হয়ে ব্যাপক ক্ষতি হয়। ইজিবাইকের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে রাস্তার উপরে পড়ে আহত হয়। পরে যাত্রীবাহী বাস বাজার পার হয়ে রাস্তার উপরে ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে জানান, অধিকাংশ গাড়ী চালক নেশার সাথে যুক্ত। যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।