মো: তাজমুল ইসলাম,তালা প্রতিনিধি:- উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে, গত ১১ জানুয়ারী সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন’র পর পরই একটি বর্ণ্যাঢ্য র্যালী তালা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, সাতক্ষীরা ১ (তালা-কলারোয় ) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম । তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা মহিলা ডিগ্যী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, শিক্ষক এম এ কাশেম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যার সরদার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম প্রমুখ।