
মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধি:- সাতক্ষীরার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তালা মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক শিক্ষা সফর-১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) শিক্ষা সফরের স্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে কলেজের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির জনকের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তালা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও তাঁর সহধর্মিনী নাসরিন পারভীন লিপি, কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, শেখ ইমান আলী, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, শিক্ষক নন্দী দিপংকর, বৈদ্য সুকুমার, আবু হাসান, অমল কুষ্ণ কুন্ড, মো. আনিছুর রহমান, কণা বিশ্বাস, সুতপা রাহা টুম্পা, গাজী নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।