সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় সাকিবুল ইসলাম(৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিবুল উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র।
নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যাদুকাটা নদীর তীরে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বুধবার শিশু সাকিবুল তার মাকে স্কুলে যাবে না বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পর্যন্ত ছেলে আর বাড়ি ফিরে আসেনি। তার পিতা-মাতা সহ স্বজনরা রাত থেকে অনেক খুঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সন্তানের খোঁজে হারানোর বিষয়টি মাইকিং করে জানান। এদিন সকাল আটটার দিকে লোকমুখে শুনতে পারে যাদুকাটা নদীর তীরে মাটির নিচে পুতেঁ রাখা একটি শিশুর হাত-পা দেখা গেছে। এমন খবর পেয়ে সাকিবুলের পরিবার সেখানে যায়। এমন সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় সাকিবুলের মরদেহ উদ্ধার করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।তবে ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে মেরে মাটির নিচে পুঁতে রেখেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণন করা হবে।
Please follow and like us: