
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী বিধিনিষেধ অমান্য করায় তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন,তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. রায়হান কবির।
শুক্রবার (৯ই জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার,আনোয়ারপুর,বালিজুরি বাজারে মোবাইল কোর্ট ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার তিনটি বাজারের ১১ জনকে ৬ হাজার,৫০ টাকা জরিমানা করা হয়ছে।’
এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আব্দুল লতিফ (তরফদার) সহ পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির জানান,করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী বিধিনিষেধ না মানায় তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রধান করা হয়েছে।করানা ভাইরাস সচেতনতায় আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
Please follow and like us: