মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে প্রেসক্লাবে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে।
এ অভিযোগে রোববার গোলাম রব্বানী সূর্য্য নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা হয়েছে। গোলাম রব্বানী সূর্য্য সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের আহবায়ক এবং পাবনার চাটমোহরের স্থানীয় পত্রিকা ‘দৈনিক আমাদের বড়াল’- এর তাড়াশ উপজেলা প্রতিনিধি।
তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, রোববার রাতে দায়ের করা ওই মামলায় রব্বানীর পাঁচ সহযোগীকেও আসামি করা হয়েছে। মামলার বরাদ দিয়ে ওসি মনজুর বলেন, জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মথুরাপুর গ্রামের কৃষক মোকছেদ আলীকে তাড়াশ প্রেসক্লাবে ডেকে নিয়ে মারপিট করেন গোলাম রব্বানী সূর্য্য ও তার সহযোগীরা। “এ ঘটনায় রাতে মোকছেদ আলী বাদী হয়ে ছয় জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।”
এ বিষয়ে গোলাম রব্বানী সূর্য্য-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মারধরের শিকার মোকছেদ আলী তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা। গোলাম রব্বানী সূর্য্য তাড়াশ সদরের আব্দুল মজিদ মাস্টারের ছেলে।