নয়া আলো ডেস্কঃ- গেল বছরের সেপ্টেম্বরে তৃতীয় বারের মত বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। ওই বছর ৯ সেপ্টেম্বর শনিবার হৃদয়ের গায়ে হলুদ ও পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেসময় বিয়েরে কোন অনুষ্ঠান না হলেও বিয়ের খবরটি হৃদয়ের একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেন।
কারণ হিসেবে জানা যায় হৃদয়ের স্ত্রী হুমায়রা পড়াশুনার জন্য মালয়েশিয়ায় থাকেন। সম্প্রতি তিনি ঢাকায় আসেন। আর তাই বাকী থাকা বিরের রিসেপসনটা গতকাল আয়োজন করা হয়। আর এ দিন হৃদয় খান স্ত্রীকে নিয়ে প্রথবারের মত সামনে আসেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় এই দুজনের বিবাহোত্তর সংবর্ধনার। এরতে উপস্থিত ছিলেন হৃদয়ের ঘনিষ্ঠজনেরা।
প্রসঙ্গত, ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সঙ্গীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস। হৃদয় ও সুজানার প্রেম-বিরহ দীর্ঘদিন ভক্ত ও মিডিয়ার চর্চার বিষয় ছিল।
Please follow and like us: