মো:জাহেরুল ইসলাম ,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। ইউনিয়ন আও.লীগের সম্পাদক সরওয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা আও.লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুবেন শর্মা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আবু বক্কর সিদ্দিক অন্যানের মধ্যে স্থানীয় আও.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক যুগ্ন সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ, সাজ্জাদ সেলিম, , প্রচার সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সিদ্ধান্ত নিলে আলোচনা সাপেক্ষে সভাপতি পদে পুনরায় মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে পুনরায় মোঃ সরওয়ার হোসেন বাবুল কে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সম্পাদক হিসেবে ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইদুর রহমান।