অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আরিস আলী (৭৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ত্রিপুরা ঊনকোটি জেলার সমরছড়া বিওপি’র ৫৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্তে টহলকালে ভারতে প্রবেশ করতে দেখে তাকে আটক করেন।
আটক আরিস আলীর বাড়ি বাংলাদেশের কুলাউড়া থানার লালালচক গ্রামে। তিনি পেশায় ভিক্ষুক বলে জানিয়েছেন। তবে তার সঙ্গে রাখা ঝুলি থেকে ২৭ হাজার ৫৪৫ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
বিএসএফ সদস্যরা তাকে কৈলাসহর থানায় হস্তান্তর করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো পাচারকারী চক্র তার মাধ্যমে এই টাকা ভারতে পাঠাচ্ছিলো।
Please follow and like us: