
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে হামলা ভাংচুর করে কুপিয়ে ও পিটিয়ে ১০জনকে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার উত্তর বাহাদুপুর গ্রামে কৃষ্ণ বৈদ্য ও মৃদুল বাড়ৈকে বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ঠাকুরবাড়ির ব্রীজে বসে দেশীয় অস্ত্র দিয়ে রতন ভক্ত, রমেন ও উজ্জল ভক্তের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। পরে হামলাকারীরা তাদের বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে ঘর ভাংচুর করে। এসময় ইটের আঘাতে যমুনা বৈদ্য, ফালগুনী বাড়ৈ, অনন্ত বাড়ৈ, শম্পা বাড়ৈসহ ১০ জন আহত হয়েছে। আহত রোগীকে হাসপাতালে ভর্তির জন্য আনার পথে বাধা দেয় হামলাকারীরা। এ ঘটনায় ওই রাতেই লক্ষন বৈদ্য বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।