
গত ২৬ নভেম্বর ২০২২ তারিখে ছাগলনাইয়া উপজেলা জাসদের নেতৃত্বে গতিশীলতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যহতি চেয়ে জেলা জাসদ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র দাখিল করেছিলেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির নিজ উপজেলায় দায়িত্বশীল জাসদ সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের পদত্যাগপত্র দাখিলের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।
অন্যদিকে, দলের স্বার্থে পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে নিজেকে বহাল রেখেছেন বলে গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাস দেন রেজাউল করিম সরকার সোহাগ। পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে তিনি নয়াআলোকে জানান, আমি বিগত ২৬ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ফেনী জেলা শাখা বরাবর অব্যহতি বা পদত্যাগ চেয়ে একটি চিঠি দিয়েছিলাম পারিবারিক ও ব্যবসায়িক জটিলতা, ব্যস্ততার কারণে দলীয় পদ-পদবী থেকে অব্যাহতি নিতে চেয়েছিলাম কিন্তু জেলা কমিটি তথা দল মনে করে দলের বৃহৎ স্বার্থে তথা আন্দোলন-সংগ্রামে আমাকে থাকতে হবে। দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে থাকতেই হবে। তাই দলের বৃহৎ স্বার্থে আমাকে থাকতে হচ্ছে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় এবং দল থেকে দেশ বড়।