
দাগনভূঞা প্রতিনিধি :- দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের জগতপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম পেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) এর মাঠ দিবস সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।
মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুজ্জাতুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জামাল হোসেন ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সফিক উল্যাহ। আরো বক্তব্য রাখেন জগতপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, সহ-সভাপতি মোজ্জামেল হোসেন দোলন, প্রদশর্নীর কৃষক ও সমিতির কোষাধ্যক্ষ মীর হোসেন টিপু প্রমুখ। বক্তারা জৈব সার ও ভার্মি কম্পোষ্ট তৈরী ও ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
শেষে চাষীদের মাঝে বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন অংশীরিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) এর আর্থিক সহযোগীতায় স্প্রে মেশিন বিতরণ করা হয়।
Please follow and like us: