ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আজিম হোসেন শাহাদাত (২০) নামে এক যুবককে মিরসরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজিম ওই এলাকার আবদুল বাতেনের ছেলে। তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আজিমের মা মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজুর বাড়িতে গৃহকর্মী ছিল।
পূর্বচন্দ্রপুর ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু জানান, শুক্রবার রাতে কোন একসময় আজিমকে পিটিয়ে হত্যা করে শনিবার সকালে হাসানগনিপুর গ্রামের বাড়ির সামনে তার মরদেহ রেখে যায়। একটা মাইক্রোবাস মৃতদেহ রেখে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে কাউন্সিলর রাজুর বক্তব্য জানা যায়নি।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পিতা আব্দুল বাতেন বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা রুজুর পক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালের একটি শয়ন কক্ষ থেকে রক্তাত্ব তোষক জব্ধ করা হয়েছে। আসামীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।