
নিজস্ব প্রতিবেদক,ফেনী:
“সমন্বিত ইঁদুর দমন অভিযান সফল করতে এগিয়ে আসুন” স্লোগান নিয়ে ফেনীর দাগনভূঁঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ এর উদ্বোধন রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দাগনভূঁঞা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানের সাহেদা আক্তার শেফালী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হোসনে আরা চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ,সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা,হিসারক্ষন কর্মকর্তা জাকির হোসেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কৃষি কর্মকর্তা দলিলুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছহাক,মোঃ জয়নাল আবদীন,পূর্বচন্দ্রপুর ইউপি সদস্য কৃষক মোঃ হানিফ,রামনগর আইপিএম ক্লাবের সভাপতি মোঃ ছাদেক হোসেন প্রমুখ।