কাজী ইফতেখারুল আলম,ফেনী থেকে :
“কৃষকদের বাড়ী হবে এক একটি খামার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দাগনভূঞা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্হাপনা কম্পোনেট (আই,এফ,এম,সি) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠিত হয় রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে সুলতান মিয়ার বাড়ীতে উক্ত স্কুলের বিভিন্ন কার্যক্রম দেখার জন্য বুধবার বিকালে পরিদর্শনে আসেন ফেনী জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক, কৃষিবিদ নূরুল হক, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)কৃষি বিদ শহিদুল ইসলাম.উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃহুজাতুল ইসলাম, উপস্হিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফ,উপ- সহকারী উদ্ভিদসংরক্ষন অফিসার মোঃ জামাল হোসেন,এফ,টি মোঃ হানিফ ও প্রশিক্ষনার্থী, পরিদর্শনের সময় কৃষি উন্নয়ের কৃষকদের করনীয়, জৈব সারের ব্যবহার,বসত বাড়ীতে সবজি চাষ, হাঁস- মুরগী পালন,মৎস্য চাষ ইত্যাদি কৃষি বিষয়ক নিয়ে আলোচনা করেন এবং উক্ত কৃষক মাঠ স্কুলে কার্যক্রম সন্তোষজনক বলে মন্ত্যব করেন।