
কাজী ইফতেখারুল আলম:- দাগনভূঁঞা উপজেলায় চলতি খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে আউশ ধান চাষের লক্ষ্যে বিনামূল্য বিজ,রাসায়নিক সার, আগাছা দমন ও সেচ প্রদানে প্রণোদনা সহায়তা কর্মসূচীর উদ্বোধন বুধবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহেদা আক্তার শেফালী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সামছুল আলম পাটওয়ারী,কৃষক ছালেহ আহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪৫০ জন কৃষক-কৃষানীর মাঝে কৃষি সামগ্রি বিতরণ করা হয়।