
নিজস্ব প্রতিবেদক,ফেনী: “দোষারোপ নয়,দুর্ঘটনার করন জানতে হবে,সবাইকে নিয়ম মানতে হবে” প্রতিপাদ্যকে সামনেরেখে শনিবার “নিরাপদ সড়ক চাই” দাগনভূঁঞা উপজেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালীটি দাগনভূঁঞা জিরোপয়েন্ট থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এতে প্রধান অতিথি ছিলেন। নিসচা দাগনভূঞা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী,দাগনভূঁঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন,দাগনভূঁঞা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি। এসময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার,সংগঠনিক সম্পাদক কাজী মোঃ ওয়ালী উল্যাহ,প্রকাশনা সম্পাদক তোতা মিয়া,সদস্য কাজী মুন্না সহ সংগঠনের নেতৃবৃন্দ,ড্রাইভার,পথচারী, উপস্থিত ছিলেন।