দাগনভূঁঞা(ফেনী)প্রতিনিধি:
৫২’র ভাষা শহীদ আব্দুস সালামের ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলোক্ষ্য শহীদের নিজ উপজেলায় শনিবার(৭ এপ্রিল) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও দাগনভূঁঞা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা আফরোজ নুসরাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস-চেয়ারম্যন শাহেদা শাহেদা আক্তার শেফালী,মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন,মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী,ব্যাবসায়ী মোঃ ফারুক, ভাষা শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম,দাগনভূঁঞা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ কাজী ইফতেখার,দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুলি আক্তার রিমি,দাগনভূঁঞা একাডেমীর ছাত্র হাছান মাহমুদ ইমন প্রমুখ।
সভায় বক্তারা ভাষা শহীদের বীরত্বের কথা তুলে ধরেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
প্রসঙ্গত; ভাষা শহীদ আবদুস সালাম ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল শাহাদাত বরণ করেন।
Please follow and like us: