নিজস্ব প্রতিবেদক:- দাগনভূঞা উপেজলার ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের স্বপন হোটেলের সামনে মঙ্গলবার দুপুরে এক শিশু নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওইদিন দুপুরে রায়পুর থেকে আগত নীল আচল নামের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথি মধ্যে বাসটি উপজেলার স্বপন হোটেলের সামনে পৌছলে পেছন থেকে ধাক্কা দেয় শিশুটিকে, ধাক্কা দেয়ার সাথে সাথে শিশুটি গাড়ির চাকার নিচে চলে যায় এবং মুহূর্তেই রাস্তায় পিসে যায়।
নিহত সজিব দাগনভূঁঞা পৌরসভার ৯ নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামের ড্রাইভার সাহাবউদ্দিনের ছোট ছেলে সজিব(১০) । এবং উদরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
সাইকেল ভাড়া নিয়ে রাস্তা পার হতে গিয়ে নীলাচল নামক বাসের নিচে পিষ্ট হয়।
সাইকেল ভাড়া নিয়ে রাস্তা পার হতে গিয়ে নীলাচল নামক বাসের নিচে পিষ্ট হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ নিহতের সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us: