দাগনভূঞা প্রতিনিধি :
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার ডাক বাংলা রোডের মাথা সোমবার দুপুরে ৪ গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ডাক বাংলা রোডের মাথায় জাকের ট্রের্ডাস এন্ড স্যানেটারি দোকানের সামনে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিন বেতিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে কামাল হোসেন শামীম (১৮), একই এলাকার মো: ইউনুছের ছেলে মো: বিজয় (১৮), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে মো: ইউনুছ (২৯) ও নোয়াবাদ গ্রামের মাবুল হকের ছেলে করিম উল্লাহ (১৯)। তাদের কাছ থেকে ৩৩ হাজার টাকা মূল্যের সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দাগনভূঞা থানায় মামলা দায়ের করা হয়েছে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ গাঁজা সহ ৪ বিক্রেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার ডাক বাংলা রোডের মাথা সোমবার দুপুরে ৪ গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ডাক বাংলা রোডের মাথায় জাকের ট্রের্ডাস এন্ড স্যানেটারি দোকানের সামনে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিন বেতিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে কামাল হোসেন শামীম (১৮), একই এলাকার মো: ইউনুছের ছেলে মো: বিজয় (১৮), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে মো: ইউনুছ (২৯) ও নোয়াবাদ গ্রামের মাবুল হকের ছেলে করিম উল্লাহ (১৯)। তাদের কাছ থেকে ৩৩ হাজার টাকা মূল্যের সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দাগনভূঞা থানায় মামলা দায়ের করা হয়েছে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ গাঁজা সহ ৪ বিক্রেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Attachments area
Please follow and like us: