দাগনভূঁঞা প্রতিনিধি:- এনআরডিএস পরিচালিত দাগনভূঞা শাখার উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে বুধবার সকালে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হকের সভাপতিত্ত্বে ও বিআরডিবি-র আঞ্চলিক ব্যবস্থাপক বাহার উদ্দিনের সঞ্চালনায়
কর্মসূচি সমন্বয়কারী ব্যবস্থাপক কায়সার আলম ও নোয়াখালী প্রতিদিন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি দেওয়ান মোঃ ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবি-র শাখা ব্যবস্থাপক আরাধন দাস ও সহকারী শাখা ব্যবস্থাপক নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধা সম্পন্ন শিক্ষার্থী গড়তে পিতা-মাতাকে অবশ্যই তার সন্তানের প্রতি বিশেষভাবে নজরদারি করতে হবে। যাতে করে প্রত্যেক পিতা-মাতা সন্তানকে সু-সন্তান হিসেবে পায়, আর জাতি যেন পায় সু-নাগরিক হিসেবে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে উপজেলার প্রায় পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us: