
দাগনভূঁঞা প্রতিনিধি:- দাগনভূঞায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত। কমিটিতে নুর আলম খাঁনকে সভাপতি ও এম এ কুদ্দুছকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। গতকাল শনিবার রাতে ক্লাব কার্যালয়ে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁঞা।
দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মদ হায়দার, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও ফেনী জেলা বিটিভি প্রতিনিধি শওকত মাহমুদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামরান উল্যাহ, কাউন্সিলর মহিউদ্দিন জুয়েল, দাগনভূঞা বাজার কল্যাণ সমিতির আবুল কায়েস রিপন,ইছহাক মার্কেটের সভাপতি জামাল উদ্দিন,যুবলীগ নেতা ইব্রাহীম খলিল শিপন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলগীর ননী।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, রোববার দাগনভূঞা প্রেসক্লাবের ১১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হবে।