ফেনী প্রতিনিধিঃ পাঠকনন্দিত বহুল প্রচারিত পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১১তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে দাগনভূঞা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন কেক কাটেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা শাখার সভাপতি জুলফিকার আলী লিংকন ও সাধারন সম্পাদক পত্রিকার প্রতিনিধি হোসনে মোবারক নিশাতের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন,দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন,মাতুভূঞা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন,৫নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ। দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের সন্ঞালণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমাম হাছান কচি,চন্দ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাত্রনেতা রেজাউল করিম পলাশ,প্রেসক্লাব সিনিয়র সদস্য সিরাজ উদ্দিন দুলাল,সহ সভাপতি নাছির উদ্দিন আজাদ,প্রাথমিক শিক্ষক সমিতির দাগনভূঞা উপজেলা শাখার সেক্রেটারি রাজেশ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাগাঠনিক সম্পাদক খুরশীদ আলম শাহীন, ক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কাজী ইফতেখারুল আলম,সদস্য এম এম রহমান সোহেল,তোতা মিয়া,ব্যবসায়ী আবদুল মান্নান পারবেজ,পল্লী চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জুয়েল,জিকু খাঁন,তুহিন,জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দল-মতের উর্ধ্বে থেকে পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য অতিথিরা পত্রিকাটির ভূয়শী প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদেরকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয়।