
কাজী ইফতেখারুল আলম :
‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো।’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিন পালিত হয়েছে।
‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো।’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিন পালিত হয়েছে।
সকালে উপজেলার মূল ফটক থেকে শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে এক র্বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আতাতুর্ক মিজান মিলনায়তনে গিয়ে মিলিত হয়।
পরে মিজান মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৈতি সর্ববিদ্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান,শিক্ষা কর্মকর্তা ইমাম উদ্দিন,মুক্তিযুদ্ধা শরিয়ত উল্যাহ বাঙ্গালী,আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৈতি সর্ববিদ্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান,শিক্ষা কর্মকর্তা ইমাম উদ্দিন,মুক্তিযুদ্ধা শরিয়ত উল্যাহ বাঙ্গালী,আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Please follow and like us: