নিজস্ব প্রতিনিধি- ফেনীতে বিএনপি মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিনকে কুপিয়ে আহত করেছে দুবৃত্তরা। নাছির উদ্দিন দাগনভূঞার মাতুভুঁইয়া ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। রোববার দুপুর দেড়টার দিকে গণসংযোগকালে তার উপর হামলা চালানো হয়। হামলায় নাছির উদ্দিনসহ আটজন আহত হয়েছেন। নাছির উদ্দিনের বড় ভাই সালাউদ্দিন জানান, ইতিপূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাদের বাড়িতে রাত-দিন দফায় দফায় বোমা হামলাসহ হুমকি-ধমকি দিয়েছে সরকার দলীয় সমর্থকরা। দাগনভূঞা থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Please follow and like us: