দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঞায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে হিউম্যান রিসোর্স হেল্প এন্ড ব্লাড ডোনেশনের আয়োজনে মঙ্গলবার( ৮ই মে) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।
গ্রাম ডাক্তার কল্যান সমিতি ফেনী জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গ্রাম ডাক্তার আল মামুন জুয়েল’র সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হিউম্যান রিসোর্স এন্ড ব্লাড ডোনেশন সভাপতি নাঈম মাহমুদ, সাধারন সম্পাদক রাকিবুল হাসান সাহাজাদা, সাংগঠনিক সম্পাদক কাউচার পিয়াস, অর্থ সম্পাদক মিনহাজ মাহমুদ প্রমুখ।
ওইদিন সকালে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।