
দাগনভূঞা (ফেনী ) প্রতিনিধি:- দাগনভূঞা উপজেলা পরিষদ গেট সংলগ্ন স্থান থেকে শনিবার সকালে পনেরশত ইয়াবা সহ শেখ মাহাবুব (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ওই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যাম নগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ পাড়ার মৃত শেখ আবদুল্লাহর ছেলে শেখ মাহাবুবকে পুলিশ পনেরশত ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ওই মাদক ব্যবসী দখল থেকে একটি মটর সাইকেল উদ্বার করে ।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে সে সাতক্ষীর বিক্রি করে আসছিল । মাদক উদ্বারের ঘটনায় ওই মাদক ব্যাবসায়ী কে অসামী করে থানায় মাদক আইনে মামলা দায়ের করে ।
থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ মাদক উদ্বারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়।