
দাগনভূঁঞা(ফেনী)প্রতিনিধি:-ফেনীর দাগনভূঁঞা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
দাগনভূঁঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,দৈনিক যায়যায়দিন ও আরটিভি’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দেশটিভি ও দৈনিক মানবকন্ঠের ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,দাগনভূঁঞা প্রেসক্লাব’র সাবেক সভাপতি নুরুল আলম খাঁন,এমএ তাহের পন্ডিত, সাবেক সাধারন সম্পাদক আলমগীর ননী,যমুনা নিউজ প্রতিনিধি কাজী মোস্তাফিজ।
এসময়,সাপ্তাহিক হকার্স প্রতিনিধি আব্দুল কুদ্দুস,সাপ্তাহিক ফেনী বার্তা প্রতিনিধি রহিম উল্যাহ বাবুল,দৈনিক দূর্বার প্রতিনিধি এম এম রহমান সোহেল,সাপ্তাহিক স্বদেশপত্র প্রতিনিধি কাজী ইফতেখার, সাপ্তাহিক প্রতিক্রিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় নবাগত ওসি বলেন, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স বজায় রাখবে দাগনভূঁঞা থানা পুলিশ। তিনি বলেন, বিশেষ করে মাদক এবং চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। এ ব্যাাপারে কারো সাথে আপোষ করা হবেনা। এ সময় নবাগত ওসি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।