কাজী ইফতেখারুল আলম,ফেনী থেকে:
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লালপুর ও জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর সংযোগ ব্রীজ’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফি উল্যা ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
শনিবার সকালে নেয়াজপুর গ্রামের ব্রীজ সংলগ্ন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা তেজগাঁও ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব সফি উল্যা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
জয়নাল আবদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক জগলু, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন, ঢাকা তেজগাঁও শিল্প এলাকার জাতীয় শ্রমিকলীগ সভাপতি সামছুল হক সামছু, সাধারণ সম্পাদক শামীমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ছোট ফেনী নদী ভোলাভালা খালের উপর অলিমন্দের এ সংযোগ ব্রীজটি এলজিইডি এর তত্ত্বাবধানে ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।