১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ” দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তর গাছবাড়িতে বিশাল মানববন্ধন সম্পূর্ণ “




” দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তর গাছবাড়িতে বিশাল মানববন্ধন সম্পূর্ণ “

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০১৮, ১৮:১৮ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুফিজুর রহমান নাহিদ জেলা প্রতিনিধি সিলেটঃ

সিলেট জেলার  কানাইঘাট উপজেলার বৃহত্তর  গাছবাড়ীতে প্রশাসনিক থানা বাস্তবায়ন, বাজারের পানি নিষ্কাসনে ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী। এ দাবিতে বৃহস্পতিবার দুপুরে গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের সামনে গাছবাড়ী সচেতন নাগরিক কমিটির ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবন্দ, কলেজ, মাদরাসা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হকের সভাপতিত্বে ও সাংবাদিক তাওহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক এখলাসুর রহমান এখলাস, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার প্রভাষক আতিক আহমদ শামীম, কামাল উদ্দিন, ফিরোজ বখত, গাছবাড়ী মডার্ণ একাডেমির সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মুহি উদ্দিন, সিলেট জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবি মিসবাহ উদ্দিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি জামাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান, মিসবাহ উদ্দিন, নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্য রুবী রাণী চন্দ, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির, গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতা এখলাছুর রহমান, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আজিজুর রহমান খন্টু, বাজার যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, তালাশ বার্তার ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজাদ জয়নাল আহমেদ,বাংলাদেশ কবি-লেখক ফোরামের সিলেট বিভাগীয় সাহিত্য  সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, আরো উপসস্হিত ছিলেন বিভিন্ন প্রিন্ট &  ইলেক্ট্রেটিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,
শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি ফাহিম আহমদ,বাংলা টিভির প্রতিনিধি এস আলমঙ্গীর,যমুনা টিভির প্রতিনিধি সুহাগ মিয়া,অনলাইন আমার সুরমার প্রতিনিধি রহমান জিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যখন উন্নয়ন হয়েছে, ঐতিহ্যবাহী গাছবাড়ী এলাকায় তখন উন্নয়নে ছোঁয়া থেকে বঞ্চিত।
প্রায় দেড় লাখ মানুষের সংযোগস্থল গাছবাড়ী বাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থা। ড্রেনেজ সিস্টেম না থাকায় শুকনো মৌসুমেও বাজারের প্রবেশ পথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বক্তারা প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়নে গাছবাড়ী এলাকাকে অংশীদার করার জোর দাবি জানান।
এদিকে, প্রক্রিয়া শুরু হয়েও আলোর মুখ দেখছে না গাছবাড়ী থানা বাস্তবায়ন প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে প্রস্তাবটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ফাইলবন্দি রয়েছে। শিক্ষা ব্যবস্থাও অর্থনীতি সমৃদ্ধ এ অঞ্চলের তিন ইউনিয়নে দেড় লক্ষাধিক মানুষের বসতি।
মানববন্ধনে বক্তারা বলেন, গাছবাড়ীতে প্রশাসনিক থানা হওয়ার মতো সকল সুযোগ-সুবিধা রয়েছে। তবুও অজ্ঞাত কারণে কালক্ষেপন করা হয়েছে। প্রশাসনিক থানা বাস্তবায়ন ও রাস্তাঘাটের উন্নয়ন হলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকারে কোষাগারে জমা হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET