দিনগুলি
আজিম উল্যাহ হানিফ
সোনালী দিনগুলো আর ফিরে পাব না,
অতীত কখনো আর দেখা দিবে না।
বর্তমানকে নিয়ে আছি ভবিষ্যত সাজাতে,
কত সময় অপচয় একটু খানি দাঁড়াতে।
ভাই বোন পরিবার কত হাসি ঠাট্টা,
এখনো কেঁদে উঠে উড়ে যায় মনটা।
দীর্ঘ পথ চলায় সত্যিকারে হাইস্কুলের বন্ধুরাই,
জীবনের শেষ সময়েও তাদের দেখা পাই।
মাঝখানে ভার্সিটি লাইফ মিথ্যে খামাখা,
কত রং তামাশা আর ধামাকা।
দিনগুলি সত্যি অদ্ভুত মনে হয় আজ,
বাবা মায়ের বকুনি খেতাম তবুও-
করতাম না ছোটখাটো কাজ।
আজ এসেছি জীবনের মধ্য বয়সে,
কত ত্যাগ স্বীকার একটুখানি আরাম করতে বসে।
Please follow and like us: